Thursday, March 31, 2011

ভালবাসি তোমাকে: I love u


Written date: March 31, 2011 at 12:57PM


ভালবাসি তোমাকে,

আমার এ মন থেকে।

বলতে হবে কি তোমাকে,

মুখ খুলে বুঝিয়ে?


ভালবাসি কতটা,

বুঝো নাকি তুমি তা?

বুঝাতে যদি হবে তোমায়,

কাছে টেনে নাও আরও আমায়।


© All Rights Reserved, March 31, 2011


Friday, March 25, 2011

পুরনো স্মৃতি মনে করে: Remember the old moments


Written date: March 12, 2011 at 11:22AM


পুরনো স্মৃতি মনে করে,
দুঃখ ভরা হৃদয়ে,
করবে মনে এই আমাকে,
দেখবে দুঃখ কেটে গেছে,
খুসিতে মন ভরে যাবে,
সৃতির জানালাগুলো মুছে যাবে,
অতীত স্মৃতি সরে যাবে,
বলবে “বন্ধু তোমায় একজন খুব মনে করে”

কান্না ভরা চোখ নিয়ে,
তাকিয়ে দেখ আমার দিকে,
দেখবে কান্না মুছে গেছে,
হাসিতে আত্মহারা হয়ে যাবে,
করবে মনে এই আমাকে।

জলভরা চোখ মুছে,
খুঁজে ফিরবে এই আমাকে,
দেখবে পাশে আছি বসে,
তোমরাও হৃদয়ের অনেক কাছে।

© All Rights Reserved, March 12, 2011

দূরে আমি আছি বসে: I'm sitting far away


Written date: Unknown


দূরে আমি আছি বসে,
তোমার কথা খুব মনে পড়ে।

ভালবাসায় ধরে রেখে,
রেখো মনে আপন করে।

ভুলনা আমাকে,
ভালবেসো মন ভরে।

হাসি কান্নায় আপন করে,
সাথে থেকো সারা জীবন ধরে।

© All Rights Reserved, March 25, 2011

সুন্দর তুমি অপরূপ সুন্দর: Beautiful u r soo beautiful


Written date: January 29, 2011 at 9:40 AM


সুন্দর তুমি অপরূপ সুন্দর,
দেখে তোমারই মুখ মনে পাই যে সুখ।

ভালবাসা দিতে চাই তোমায়,
কাছে আরও কাছে নিতে চাই তোমায়।

ভালবেসে কাছে টেনে নেবে কি আমায়,
কাছে টেনে ভালবেসে দেবে কি আমায় সুখ?

© All Rights Reserved, January 29, 2011

Tuesday, March 22, 2011

চোখেরই জলে লিখেছিলাম আমি তোমারি নাম


Written date: October 10, 2010 at Unknown time


চোখেরই জলে লিখেছিলাম আমি তোমারি নাম,
ঠোঁটের হাসিতে লিখেছিলাম আমি তোমারি নাম।
      
তুমি জানলে না তুমি বুঝলে না,
       আমার লেখাটি।

বুকের মাঝে রেখেছিলাম আমি তোমারি ছবি,
মনের মাঝে এঁকেছিলাম আমি তোমারি ছবি।
      
তুমি জানলে না তুমি বুঝলে না,
আমার আঁকাটি।

প্রাণের চেয়ে বেসেছিলাম ভাল তোমায় আমি,
সকল সময় থাকব পাশে তোমার আমি।
      
       তুমি জানলে না তুমি বুঝলে না,
       আমার ভালবাসাটি।

তাইতো আমি তোমায় খুঁজি,
সকাল থেকে সন্ধা।

       তুমি জালনে না তুমি বুঝলে না,
       আমার পাগলামি টি।

© All Rights Reserved, October 10, 2010

চোখেরই জলে লিখলাম আমি তোমারি নাম


Written date: October 21, 2007 at Unknown time


চোখেরই জলে লিখলাম আমি তোমারি নাম,
ঠোঁটের হাসিতে লিখলাম আমি তোমারি নাম।
      
তুমি জানলে না তুমি বুঝলে না,
       আমার লেখাটি।

বুকের মাঝে রেখেছি আজ তোমারি ছবি,
মনের মাঝে এঁকেছি আজ তোমারি ছবি।
      
তুমি জানলে না তুমি বুঝলে না,
আমার আঁকাটি।

প্রাণের চেয়ে বেসেছি ভাল তোমায় আমি,
সকল সময় থাকব পাশে তোমার আমি।
      
       তুমি জানলে না তুমি বুঝলে না,
       আমার ভালবাসাটি।

তাইতো আমি তোমায় খুঁজি,
সকাল থেকে সন্ধা।

       তুমি জালনে না তুমি বুঝলে না,
       আমার পাগলামি টি।

© All Rights Reserved, October 21, 2007

ভালবেসে এই মন দিয়েছি তোমায়

Written date: January 14, 2011 at Unknown time


ভালবেসে এই মন দিয়েছি তোমায়,
সুখ দুঃখের সাথী করে নিয়েছি তোমায়।
দুঃখ ব্যথা ভুলে সাথি করে নাও আমায়,
ভালবাসা দিয়ে মন ভরাও আমার।

ভলবাসা দিয়ে মন নিয়েছি তোমার,
সকল সুখ দুঃখের সাথী করে নিয়েছ আমায়।
দুঃখ ব্যথা ভুলে কাছে টেনে নিয়েছি তোমায়,
ভাললাগা দিয়ে মন ভরাও আমার।

© All Rights Reserved, January 14, 2011

মেঘ ডাকে বৃষ্টিকে ঝড় তুলতে এই পটে


Written date: July 13, 2010 at 6:50AM-6:55AM


মেঘ ডাকে বৃষ্টিকে ঝড় তুলতে এই পটে,
আমি ডাকি তোমাকে প্রেম তুলতে এই মনেতে।
সকাল ডাকে সূর্যকে তাপদাহ বাড়াতে,
তুমি দেখ আমাকে ভালবাসা বাড়াতে।

ও প্রিয়তমা তুমি প্রেম বোঝ ভালবাসা বোঝ,
তবু কেন আমায় বোঝ না।

বাতাস ডাকে ঝড়কে এলোমেলো করে দিতে,
তুমি ডাক আমাকে ঝড় তুলতে এই মনে।
রাত ডাকে চাঁদকে অন্ধকারে লুকাতে,
আমি ডাকি তোমাকে চাঁদের আলোয় দেখতে।

ও প্রিয়তমা তুমি প্রেম বোঝ ভালবাসা বোঝ,
তবু কেন আমায় বোঝ না।

ও প্রিয়তমা এসো প্রেম করি ভালবাসা বাড়াতে,
ও প্রিয়তমা এসো ঝড় তুলি প্রেম তুলতে। 

ও প্রিয়তমা তুমি প্রেম বোঝ ভালবাসা বোঝ,
তবু কেন আমায় বোঝ না।

© All Rights Reserved, July 13, 2010

যাওয়া হবে নিশ্চই


Written date: July 10, 2010 at 8:22AM-8:30AM


যাওয়া হবে নিশ্চই, অচেনা কোন গন্তব্যে। 
দেখা হবে নিশ্চই, চেনা সেই পথে। 
বন্ধু...... বলছি তোকে, করছি মনে এই অজানা পথে।

যাবো দুজনে আকাশের নীল নীলান্তরে
ভাসবো মোরা প্রজাপতির রঙিন ডানায় দুজনে।
বন্ধু...... বলছি তোকে, করছি মিস একাকি এই জীবনে।

মিলবো দুজনে সবুজের ছায়া প্রান্তরে
বসবো আর করবো মনে, ফেলে আসা দিন গুলোকে। 
বন্ধু...... বলছি তোকে, করছি মনে সবুজের এই গহীন বনে।

রংধনু রঙ টাকে, এনে দিব তোর কাছে,
পড়াবো মালা তোর গলে, ভালবাসি তোকে এই অবেলাতে।
বন্ধু...... বলছি তোকেভালবাসি খুব তোকে... যাবনা কভু তোকে ছেড়ে। 

© All Rights Reserved, July 10, 2010

যতটুকু তোমায় আমি ভালবাসি

Written date: January 14, 2011 at 12:56PM

যতটুকু তোমায় আমি ভালবাসি,
তার থেকেও ভালবাসি তোমার ওই মুখের হাসি
যতটুকু তোমায় আমি কাছে ডাকি,
তার থেকেও কাছে ডাকি তোমার ওই চাহনি

তার থেকেও ভালবেসে তোমায় আমি কাছে টানি,
ভালবাসি মুখের হাসি, ভালবাসি চাহনি

যতটুকু কাছে চাই তার থেকেও বেশি পাই,
কাছে গিয়ে ভালবেসে মনকে আনন্দে ভরাই
যতটুকু দূরে যাই তার থেকেও কাছে চাই,
দূর থেকে কাছে গিয়ে ভালবেসে মনটা ভরাই

দূরে গিয়ে কাছে চাই কাছে গিয়ে মনটা ভরাই
দূরে গিয়ে ভালবেসে কাছে টেনে মনটা ভরাই। 

ভালবাসি মুখের হাসি ভালবাসি চাহনি,
তার থেকেও ভালবেসে তোমায় আমি কাছে টানি 


© All Rights Reserved, January 14, 2011

Shout here by Facebook

Visitors from

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More