Written date: March 12, 2011 at 11:22AM
পুরনো স্মৃতি মনে করে,
দুঃখ ভরা হৃদয়ে,
করবে মনে এই আমাকে,
দেখবে দুঃখ কেটে গেছে,
খুসিতে মন ভরে যাবে,
সৃতির জানালাগুলো মুছে যাবে,
অতীত স্মৃতি সরে যাবে,
বলবে “বন্ধু তোমায় একজন খুব মনে করে”
কান্না ভরা চোখ নিয়ে,
তাকিয়ে দেখ আমার দিকে,
দেখবে কান্না মুছে গেছে,
হাসিতে আত্মহারা হয়ে যাবে,
করবে মনে এই আমাকে।
জলভরা চোখ মুছে,
খুঁজে ফিরবে এই আমাকে,
দেখবে পাশে আছি বসে,
তোমরাও হৃদয়ের অনেক কাছে।
© All Rights Reserved, March 12, 2011
0 comments:
Post a Comment