Written date: October 21, 2007 at Unknown time
চোখেরই জলে লিখলাম আমি তোমারি নাম,
ঠোঁটের হাসিতে লিখলাম আমি তোমারি নাম।
তুমি জানলে না তুমি বুঝলে না,
আমার লেখাটি।
বুকের মাঝে রেখেছি আজ তোমারি ছবি,
মনের মাঝে এঁকেছি আজ তোমারি ছবি।
তুমি জানলে না তুমি বুঝলে না,
আমার আঁকাটি।
প্রাণের চেয়ে বেসেছি ভাল তোমায় আমি,
সকল সময় থাকব পাশে তোমার আমি।
তুমি জানলে না তুমি বুঝলে না,
আমার ভালবাসাটি।
তাইতো আমি তোমায় খুঁজি,
সকাল থেকে সন্ধা।
তুমি জালনে না তুমি বুঝলে না,
আমার পাগলামি টি।
© All Rights Reserved, October 21, 2007
0 comments:
Post a Comment