Written date: January 14, 2011 at 12:56PM
যতটুকু তোমায় আমি ভালবাসি,
তার থেকেও ভালবাসি তোমার ওই মুখের হাসি।
যতটুকু তোমায় আমি কাছে ডাকি,
তার থেকেও কাছে ডাকি তোমার ওই চাহনি।
তার থেকেও ভালবেসে তোমায় আমি কাছে টানি,
ভালবাসি মুখের হাসি, ভালবাসি চাহনি।
যতটুকু কাছে চাই তার থেকেও বেশি পাই,
কাছে গিয়ে ভালবেসে মনকে আনন্দে ভরাই।
যতটুকু দূরে যাই তার থেকেও কাছে চাই,
দূর থেকে কাছে গিয়ে ভালবেসে মনটা ভরাই।
দূরে গিয়ে কাছে চাই কাছে গিয়ে মনটা ভরাই,
দূরে গিয়ে ভালবেসে কাছে টেনে মনটা ভরাই।
ভালবাসি মুখের হাসি ভালবাসি চাহনি,
তার থেকেও ভালবেসে তোমায় আমি কাছে টানি।
© All Rights Reserved, January 14, 2011
0 comments:
Post a Comment