Written date: March 21, 2011 At 3:50PM
আমার শূন্য মনে,
উকি মেরে দিয়েছ আশা।
দিয়ে ভালবাসা শত আশাএ ভরালে মরে।
তমায় হৃদয়ে রেখে,
মনে করে বেসেছি ভাল,
তমাই পেয়ে গেছি ভুলে প্রথম প্রেমের কষ্ট গুলোকে।
তুমি যেয়ো নাকো আমায় রেখে একলা আঁধারে,
আলো দিয়ে ভালবাসা দিয়ে রেখো অন্তরে।
প্রথম প্রেমের ছোঁয়া দিয়ে রাখব জড়িয়ে,
তুমি যেয়ো নাকো আমায় ছেড়ে দূর সুদূরে।
তুমি চলে গেলে কস্ট বাড়বে অন্তর জুড়ে,
পারব নাকো সইতে আমি দ্বিতীয় প্রেমের কষ্ট গুলোকে।
কথা দাও সাথি রবে সারা জীবন ধরে,
যাবে না আমাই একলা ফেলে দূর সুদূরে।
© All Rights Reserved, March 21, 2011
0 comments:
Post a Comment