Tuesday, March 22, 2011

চোখেরই জলে লিখেছিলাম আমি তোমারি নাম


Written date: October 10, 2010 at Unknown time


চোখেরই জলে লিখেছিলাম আমি তোমারি নাম,
ঠোঁটের হাসিতে লিখেছিলাম আমি তোমারি নাম।
      
তুমি জানলে না তুমি বুঝলে না,
       আমার লেখাটি।

বুকের মাঝে রেখেছিলাম আমি তোমারি ছবি,
মনের মাঝে এঁকেছিলাম আমি তোমারি ছবি।
      
তুমি জানলে না তুমি বুঝলে না,
আমার আঁকাটি।

প্রাণের চেয়ে বেসেছিলাম ভাল তোমায় আমি,
সকল সময় থাকব পাশে তোমার আমি।
      
       তুমি জানলে না তুমি বুঝলে না,
       আমার ভালবাসাটি।

তাইতো আমি তোমায় খুঁজি,
সকাল থেকে সন্ধা।

       তুমি জালনে না তুমি বুঝলে না,
       আমার পাগলামি টি।

© All Rights Reserved, October 10, 2010

0 comments:

Post a Comment

Shout here by Facebook

Visitors from

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More