Written date: July 13, 2010 at 6:50AM-6:55AM
মেঘ ডাকে বৃষ্টিকে ঝড় তুলতে এই পটে,
আমি ডাকি তোমাকে প্রেম তুলতে এই মনেতে।
সকাল ডাকে সূর্যকে তাপদাহ বাড়াতে,
তুমি দেখ আমাকে ভালবাসা বাড়াতে।
ও প্রিয়তমা তুমি প্রেম বোঝ ভালবাসা বোঝ,
তবু কেন আমায় বোঝ না।
বাতাস ডাকে ঝড়কে এলোমেলো করে দিতে,
তুমি ডাক আমাকে ঝড় তুলতে এই মনে।
রাত ডাকে চাঁদকে অন্ধকারে লুকাতে,
আমি ডাকি তোমাকে চাঁদের আলোয় দেখতে।
ও প্রিয়তমা তুমি প্রেম বোঝ ভালবাসা বোঝ,
তবু কেন আমায় বোঝ না।
ও প্রিয়তমা এসো প্রেম করি ভালবাসা বাড়াতে,
ও প্রিয়তমা এসো ঝড় তুলি প্রেম তুলতে।
ও প্রিয়তমা তুমি প্রেম বোঝ ভালবাসা বোঝ,
তবু কেন আমায় বোঝ না।
© All Rights Reserved, July 13, 2010


4:36 PM
Shaon
Posted in:
0 comments:
Post a Comment