Written date: July 10, 2010 at 8:22AM-8:30AM
যাওয়া হবে নিশ্চই, অচেনা কোন গন্তব্যে।
দেখা হবে নিশ্চই, চেনা সেই পথে।
বন্ধু...... বলছি তোকে, করছি মনে এই অজানা পথে।
যাবো দুজনে আকাশের নীল নীলান্তরে,
ভাসবো মোরা প্রজাপতির রঙিন ডানায় দুজনে।
বন্ধু...... বলছি তোকে, করছি মিস একাকি এই জীবনে।
মিলবো দুজনে সবুজের ছায়া প্রান্তরে,
বসবো আর করবো মনে, ফেলে আসা দিন গুলোকে।
বন্ধু...... বলছি তোকে, করছি মনে সবুজের এই গহীন বনে।
রংধনু রঙ টাকে, এনে দিব তোর কাছে,
পড়াবো মালা তোর গলে, ভালবাসি তোকে এই অবেলাতে।
বন্ধু...... বলছি তোকে, ভালবাসি খুব তোকে... যাবনা কভু তোকে ছেড়ে।
© All Rights Reserved, July 10, 2010
0 comments:
Post a Comment